Archive for April, 2017

​প্রবাসে বৈশাখী

April 14, 2017

প্রবাসে বৈশাখী

-মাহফুজ খান

সুদূর জাপানে আজ এভাবে

মম চিত্তে, উৎসবের আমেজে

হৃদয়ে রেখেছি আজও বৈশাখী আনন্দ সঙ্গীত-

এসো হে বৈশাখ এসো এসো’

নতুন বঙ্গাব্দ,নতুন আশার আলো

জ্বলে উঠুক সবার ঘরে

এসো হে বৈশাখ এসো এসো’

গর্বিত আমি বাঙ্গালী সংস্কৃতিতে

তৃপ্ত আমি বাঙ্গালী ভোজনে।

এসো হে বৈশাখ এসো এসো’

Advertisements