Archive for September, 2015

ঈদ

September 24, 2015

ঈদ
-মাহফুজ খান

(১)
আজ ঈদ। জাপানে  থাকার কারনে পরিবারের সবার সঙ্গে ঈদ যাপন করা হয়ে ওঠে না। এমনই এক দেশ, যেখানে ঈদের গুরুত্ব অর্থহীন। প্রতিদিনের মত আজও অফিসে গিয়েছিলাম। ঈদে ছুটি নেওয়া কর্মদক্ষতাকে অপমান করার সামিল।

(২)
জাপানে উন্মুক্ত স্হানে পশু জবাইের নিয়ম নেই। জাপানীরা নিয়মের প্রতি নিবেদিত ভাবে শ্রদ্ধাশীল। তাই এখানে আমাদের বেশীরভাগ মুসলিমদের উন্মুক্ত স্হানে কোরবানি দেয়া সম্ভবপর হয়ে উঠে না। তবে খুব ইচ্ছে থাকলে টাকা পাঠিয়ে দিলে নাকি বিশেষ ব্যবস্হার মাধ্যম কোরবানি দেয়া যায়। তবে তা একটু আলাদা যা আমার পছন্দ হয় নি। আজ পত্রিকায় দেখলাম শয়তানকে প্রতিকী পাথর মারতে গিয়ে শত মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেক শত মানুষ। যারা মৃত্যু বরন করেছেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাত প্রদান করবেন, এই প্রার্থনা করছি। আগে কয়ক লক্ষ মুসলিম হজে আসতেন। এখন তা বেড়ে দাড়িয়েছে প্রায় বিশ লক্ষ। এত লোক এক সাথে সমাগম হলে সেখানে ব্যবস্হাপনা আরও  নিরাপদ করতে হবে। আশা করছি সৌদি প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন।
(৩)
যা হোক, কোরবানির ত্যাগ উপলব্ধি  করার চেষ্টা করছি। যা কিছু খারাপ ছিল সবকিছুকেই কোরবানি করার চেষ্টায় আছি। সবারই মঙ্গল কামনা করছি।
ঈদ মোবারক।
   

Advertisements

জাগো রে এরিজোনাবাসী

September 6, 2015

জাগো রে এরিজোনাবাসী
-মাহফুজ খান

জাগো রে এরিজোনাবাসী আজ জাগো রে
ব্যস্ততাকে দূরে ফেলে
চলে এসো এই আনন্দ সমাগমে
জাগো রে বাঙালি আজ জাগো রে
ভেদ-বিভেদের গ্লানির কারা-প্রাচীর ভেঙ্গে
চলে এসো প্রাণ-চঞ্চল এই সমাগমে,
মিলেমিশে সবাই সঙ্কীর্ণতাকে ভুলে
সুখী সমাজ গড়ি এই এরিজোনাতে।

এরিজোনায় আমরা বাঙালি

September 4, 2015

এরিজোনায় আমরা বাঙালি
-মাহফুজ খান

এসো কাছে, বসো পাশে
মেতে উঠি চলো অনাবিল আনন্দে-উল্লাসে
বাঙালি আছি, বাঙালিতেই থাকবো
এই এরিজোনা’তে।
সুখেতে হাসি,দুঃখে কাঁদি

এসো হাতে হাত রাখি
ভাগ কর নেই তোমার আমার সবকিছুকে।
এসো নিজেদের জগত গড়ি
আপন সংস্কৃতিতে বেড়ে উঠি।
তুমি, আমি এবং তোমরা মিলে
চলো বুনি,
আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ।

পুনশ্চঃ বন্ধু সজীবের অনুরোধে লেখা ।