Archive for April, 2013

আসুন আমাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেই সাভার বাসীর জন্য

April 25, 2013

আসুন আমাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেই সাভার বাসীর জন্য
-মাহফুজ খান
লাশের পর লাশ জমা হচ্ছে। কত জন আটকে পড়েছে, তা জানা নেই। স্বজনদের কান্নার শব্দে বাতাস আজ বেশ ভারী। আহতদের জীবন বাঁচানোর জন্য হাজার হাজার ব্যাগ রক্তের প্রয়োজন। আটকে পড়া অসহায় মানুষদের জীবন বাঁচাতে প্রয়োজন হয়ে পড়েছে অক্সিজেন ও খাদ্যের। যারা পঙ্গু হয়েছেন তাদের চিকিৎসার জন্য প্রয়ে্জন অর্থের। এত সব সমস্যা সমাধানের পথ হয়ত অসহায় মানুষদের জানা নেই। কিন্তু আমরা যারা বেশ ভালো আছি, আমরা জানি সমাধান কি হতে পারে? আসুন সবাই মিলে একটু সাহায্য এবং সহযোগিতা করি। সাভার বাসী আজ এই বিপদে উপকৃত হোক আমাদের ভালোবাসায়। দুই/একদিন সিগারেট বা স্ন্যাকস না খেলে আমাদের তেমন কিছুই হবে না। কিন্তু এতে উপকৃত হতে পারে সেই সব অসহায় মানুষদের মূল্যবান জীবন। মানুষের জন্য ভালোবাসাই হোক আজ আমাদের উৎসাহ। আসুন সবাই মিলে একটু চেষ্টা করি।

Advertisements

শুভ নববর্ষ

April 14, 2013

শুভ নববর্ষ
-মাহফুজ খান

পুরনো বিবাদ ভুলে যেয়ে
নতুন ভোরের আলোর সাথে
মেতে উঠুক সবাই নতুন সাজে।
আমার শুভেচ্ছা সাথে রেখো,
নতুন বছরে সবাই ভালো থেকো।