Archive for February, 2011

একুশ তোমাকে ভুলি নাই

February 21, 2011

একুশ তোমাকে ভুলি নাই
-মাহফুজ খান

তোমাদের আত্মত্যাগের বিনিময়ে
মর্যাদা পেয়েছিলো যে ভাষা,
সে তো প্রাণেরই ‘বাংলাভাষা’।
দেখতে কি পাও
সালাম, বরকত, রফিক, জব্বার সহ তোমরা?
শহীদ মিনারের দিকে
আমাদের কীভাবে ছুটে আসা।
শুনতে কি পাও তোমরা?
আমাদের নগ্ন পায়ের ধ্ধনি।
দেখ আজ ফুলে ফুলে ভরে দিয়েছি,
পুরো শহীদ মিনারের বেদি।
একুশ যে আমাদের অহঙ্কার,
একুশ যে আমাদের গৌরব।
তাই ভুলি নাই আজও তোমাদের।

Advertisements

বসন্ত বন্দনা

February 13, 2011

বসন্ত বন্দনা
-মাহফুজ খান

প্রকৃতি সেজেছে কিশোরীর সাজে
কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, শিমূলসহ
আরো কতশত ফুল তার খোঁপায়
সেই সাথে কোকিলের কুহুতান
এ যেন ফাগুনেরই ছোঁয়া।
পাহাড়ে পাহাড়ে সবুজের সমারোহ
অশান্ত সাগরের ঢেউয়ের গর্জন
সর্বত্রই যেন বসন্তের বর্ণাঢ্য আভা।
দখিনা হাওয়ায় হৃদয় আজ
বসন্তে রাঙা ভালোবাসায় সিক্ত,
আবেগ ও প্রাণচাঞ্চল্যে
ভরে উঠেছে হূদয়-মন
যেখানে কেবলই ভালোবাসার আকুলতা,
তাই কবির আজ এই বসন্ত-বন্দনা।

ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস

February 13, 2011

ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস

ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস একটি বার্ষিক উৎসব যা ১৪ই ফেব্রুয়ারি তারিখে প্রেমভালোবাসা এবং অনুরাগের মধ্য দিয়ে উৎযাপন করা হয়। আমরা অনেকেই হয়ত এই দিনটির ইতিহাস জানিনা। তাই খুব অল্প পরিসরে হলেও আসুন এর ইতিহাসটা জেনে নিই।

বছরটা খুব সম্ভবত ২৬৯ সাল। সেন্ট ভ্যালেইনটাইন ছিলেন ইতালির রোম নগরীর একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক। তৎকালীন সময়ে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। ধর্ম প্রচারের অভিযোগে রোমান রাজা দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দি করেন। বন্দি অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। মেয়েটি ভ্যালেইনটাইনের ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেললো। কারারক্ষী সহ আরো অনেকে তাদের ভালোবাসাকে সাদরে গ্রহণ করলেন। কিন্তু বিধি বাম। ভ্যালেইনটাইন এর জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদন্ড দেন। সেদিন ছিল ১৪ই ফেব্রুয়ারি। রাজা তাদের পবিত্র ভালোবাসার কথা জেনেও তাদের ভালোবাসাকে এতটুকুও সন্মান দেখাননি। অতঃপর ৪৯৬ সালে ১৪ই ফেব্রুয়ারি পোপ সেন্ট জেলাসিউ ও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইন এর ভালোবাসার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন এবং তার স্মরনে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেইনটাইন দিবস হিসেবে ঘোষণা করলেন। তখন থেকে অনেকেই প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস হিসেবে পালন করে আসছে। বর্তমানে অনেক দেশেই ভ্যালেন্টাইন’স ডে উৎযাপিত হয়।

শুভ হোক ভালোবাসা দিবস। এই শুভ দিনটিতে সবাই নিজেকে ভলোবাসার রঙে রাঙিয়ে তুলুন। সবার জন্য শুভ কামনা রইল।

আত্মসমর্পণ

February 2, 2011

আত্মসমর্পণ
-মাহফুজ খান

প্রভু,
কেবল শুধু তোমার কাছেই
আমার এ আত্মসমর্পণ
তুমি মহান এবং পবিত্র
তুমিই এই মহাবিশ্বের স্হপতি
অসীম ক্ষমতার অধিকারী
তুমিই পরম নিয়ন্ত্রণকারী
সকল সৃষ্টি জগতের পালনকর্তা
তুমিই একমাত্র পথ প্রদর্শনকারী
সর্বোচ্চ বিচারক এবং শেষ বিচারের মালিক
তুমিই একমাত্র ভাগ্য বিধাতা
পরম করুনাময় এবং দয়ালু
তোমার তুলনা একমাত্র তুমিই
তুমি এক এবং একমাত্র
তুমিই সবকিছু শুরু করেছো
এবং সবকিছু শেষ করার ক্ষমতা কেবল তোমারই।
বিনীত প্রার্থণা হে প্রভু,
আমার আত্মাকে তুমি
অপবিত্র এবং অবিশ্বাস অবস্হায় রেখো না,
কখনোই তোমা হতে দূরে রেখো না।
ক্ষমা করো হে প্রভু!
ক্ষমা করো এই আমাকে,
কেবল শুধু তোমার কাছেই
আমার এ আত্মসমর্পণ।